কবরের মাটি দুনিয়ার
মানুষকে হুশিয়ার করার
জন্য দৈনিক পাঁচ বার পাঁচটি
ঘোষণা দিয়ে থাকেঃ
.
১। হে বনী আদম!
আজ আমার পিঠের উপর দিয়ে
তুমি চলাফেরা করছ, অথচ একদিন
তোমাকে আমার উদরে আসতে হবে।
.
২। হে বনী আদম!
আমার পিঠের উপর তুমি
সুস্বাদু খাবার খাচ্ছো,
অথচ একদিন আমার উদরে পোকা-
মাকড় কীট-পতঙ্গ তোমাকেই
খাবে।
.
৩। হে বনী আদম!
আমার পিঠের উপরেই তুমি আজ
হাসাহাসি করছ, অথচ কিছুদিন
পরেই আমার উদরে তুমি ভীষণ
কাঁদবে।
.
৪। হে বনী আদম!
আমার পিঠের উপর তুমি দারুণ
আনন্দিত,
অথচ কিছুদিন পরেই আমার উদরে
তুমি দুঃখে জর্জরিত হবে।
.
৫। হে বনী আদম!
আমার পিঠের উপর তুমি
নির্দ্বিধায় পাপাচার
করছো, অথচ সত্বর্ই তোমাকে
আমার উদরে শাস্তি প্রদান
করা হবে।
.
"হে আল্লাহ আমাদেরকে নেক হেদায়েত দান
করুন
মানুষকে হুশিয়ার করার
জন্য দৈনিক পাঁচ বার পাঁচটি
ঘোষণা দিয়ে থাকেঃ
.
১। হে বনী আদম!
আজ আমার পিঠের উপর দিয়ে
তুমি চলাফেরা করছ, অথচ একদিন
তোমাকে আমার উদরে আসতে হবে।
.
২। হে বনী আদম!
আমার পিঠের উপর তুমি
সুস্বাদু খাবার খাচ্ছো,
অথচ একদিন আমার উদরে পোকা-
মাকড় কীট-পতঙ্গ তোমাকেই
খাবে।
.
৩। হে বনী আদম!
আমার পিঠের উপরেই তুমি আজ
হাসাহাসি করছ, অথচ কিছুদিন
পরেই আমার উদরে তুমি ভীষণ
কাঁদবে।
.
৪। হে বনী আদম!
আমার পিঠের উপর তুমি দারুণ
আনন্দিত,
অথচ কিছুদিন পরেই আমার উদরে
তুমি দুঃখে জর্জরিত হবে।
.
৫। হে বনী আদম!
আমার পিঠের উপর তুমি
নির্দ্বিধায় পাপাচার
করছো, অথচ সত্বর্ই তোমাকে
আমার উদরে শাস্তি প্রদান
করা হবে।
.
"হে আল্লাহ আমাদেরকে নেক হেদায়েত দান
করুন


No comments:
Post a Comment