ইসলামিক বিষয়ের এক বিশাল সমাহার

কিতাবসমূহ

Wednesday, September 25, 2019

একজন_বুদ্ধিমতি_স্ত্রীর_গল্প

হযরত মুসা (আঃ) এর একজন উম্মত ছিলেন একাধারে অন্ধ, দরিদ্র ও নিঃসন্তান। একবার তিনি হযরত মুসা (আঃ) এর কাছে গিয়ে নিজের সকল দুরাবস্থার কথা খুলে বলে তার অবস্থা পরিবর্তনের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে অনুরোধ করলেন।
হযরত মুসা (আঃ) তাকে জানালেন আল্লাহ তার
যে কোন একটি দোয়া কবুল করবেন।
লোকটি চিন্তা করতে লাগলো কোন দোয়া সে করাবে।
১। চোখ ভালোর জন্য?
২। সন্তান লাভের জন্য?
৩। নাকি অর্থ ও সম্পদের জন্য?
অতপর লোকটি মুসা (আঃ) কে পরে জানাবে বলে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে লোকটি সব ঘটনা স্ত্রীর নিকট খুলে বলে পরামর্শ চাইলো।
স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমতি ও বিচক্ষণ। তিনি চিন্তা
করে ও বুদ্বি খাটিয়ে হযরত মুসা (আঃ) এর নিকট একটি বাক্যের মাধ্যমে তিনটি অবস্থার পরিবর্তনের জন্য স্বামীকে দোয়া শিখিয়ে দিলেন।
পরের দিন লোকটি হযরত মুসা (আঃ) এর কাছে হাজির হলো।
মুসা (আঃ) তাকে বললেন বলো তোমার কি দোয়া করার
আছে, আমি আল্লাহর নিকট তা চাই।
আর নবীদের দোয়া কখনো বিফল
হয়না।
লোকটি বলল, হে আল্লাহর নবী! “আমি ছাদের
নিচে বসে আমার মেঝো ছেলের বৌ এর হাতের রান্না
করা খাবার স্ব-চোখে দেখে খেতে চাই।”
হযরত মুসা (আঃ) বুঝতে পারলেন যে, লোকটির মাথা
থেকে এত সুন্দর বুদ্ধিদীপ্ত কথা বের হয়নি। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন কে তাকে এমন বাক্য
শিক্ষা দিয়েছে? কারন একটি বাক্যের মাধ্যমে তার
চোখ ভালো হওয়া, একটি দুটি নয় তিনটি ছেলে
সন্তানের হওয়ার জন্য দোয়া করা এবং দারিদ্রতা দূর
হওয়ার দোয়াও রয়েছে।
লোকটি হযরত মুসা (আঃ) এর
নিকট তার স্ত্রীর কথা খুলে বললেন এবং বললেন যে,
আল্লাহর নবীর কথামত স্ত্রীর সাথে রাত্রে পরামর্শ
করলে স্ত্রী তাকে এ বুদ্ধি দেন।
অতপর হযরত মুসা (আঃ) লোকটির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন।
আল্লাহ পাক নবীর দোয়ার বরকতে লোকটির যাবতীয়
চাওয়াগুলো পূর্ণ করে দিলেন।

No comments:

Post a Comment