ইসলামিক বিষয়ের এক বিশাল সমাহার

কিতাবসমূহ

Tuesday, June 11, 2019

হযরত ওমর (রাঃ) এর ঘটনা

এক গভীর রাতে হযরত ওমর (রাঃ)
তার খাদিম আসলামকে সঙ্গে নিয়ে মদিনার
অলিগলিতে ঘুরছেন! অকস্মাত্ মদিনার
উপকণ্ঠে একটি তাঁবুর কাছে কয়েকটি শিশুর
কান্না শুনতে পেয়ে কাছে গেলেন এবং
তাদের কান্নার কারণ জিজ্ঞেস করলেন,
শিশুদের মা তাদের অভাবের কথা জানিয়ে
খলিফার বিরুদ্ধে অভিযোগ করল।
ওমর
রাদিয়াল্লাহু আনহু বললেন,''খলিফা তোমদের
অভাবের খবর কীভাবে জানবেন'
স্ত্রীলোকটি তখন বলল, ‘এ কেমন কথা তিনি
আমাদের খলিফা অথচ আমাদের খবর জানেন
না।’ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশেই
আগুনের ওপর রাখা হাঁড়িতে কী রান্না হচ্ছে
জিজ্ঞাসা করাতে স্ত্রীলোকটি জবাব দিল,
‘বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, তাদের সান্তনার
জন্য হাঁড়িতে পানি গরম করা হচ্ছে।’ এ কথা
শোনামাত্রই খলিফা আবেগাপ্লুত হয়ে পড়েন
এবং দ্রুতগতিতে মদিনায় ফিরে বয়তুলমাল
থেকে কিছু আটা, চর্বি ইত্যাদি একটি বস্তায়
পুরে নিজ কাঁধে বহন করে দ্রুতগতিতে তাঁবুর
কাছে ছুটে এলেন। খাদিম আসলাম বস্তাটি বহন
করতে চাইলে ওমর রাদিয়াল্লাহু বললেন, ‘হে
আসলাম আখেরাতে আমার হিসাব আমাকেই
দিতে হবে। অতএব বস্তাটা আমাকেই বহন
করতে দাও। তাঁবুর কাছে গিয়ে আগুন জ্বালিয়ে
খাবার তৈরি করে শিশুদের খাওয়ালেন। অবশিষ্ট
খাদ্য স্ত্রীলোকটির হাতে তুলে দিলেন।
শিশুরা খাওয়া সেরে খুশিতে খেলতে লাগল।
স্ত্রীলোকটি এ ব্যবহারে খুবই সন্তুষ্ট
হয়ে বললেন, ‘হে মহান ব্যক্তি, খলিফা
ওমরের পরিবর্তে তুমিই খলিফা হওয়ার অধিক
উপযুক্ত! আল্লাহর দরবারে খলিফার বিচার চাই।’
হজরত ওমর রাদিয়াল্লাহু সান্তনা দিয়ে
স্ত্রীলোকটিকে বললেন, ‘তুমি যখন
খলিফার দরবারে যাবে তখন আমাকেও
সেখানে পাবে।’ এ বলে খানিক দূরে গিয়ে
কিছুক্ষণের জন্য অবস্থান করে খাদিম
আসলামকে বললেন, হে আসলাম আমি কি এই
মায়ের বিচারের কাঠগড়ায় কাল হাশরে মুক্তি পাব?
আমাকে আরেকটু বসতে দাও, আমি এই
শিশুগুলোকে ক্ষুধার জ্বালায় কাঁদতে
দেখেছি এখন একটু হাসি দেখে প্রাণ
জুড়াতে চাই।
সেই মহিলা যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে
উপস্থিত হলেন তখন এমন এক দৃশ্য
দেখলেন যা তিনি কল্পনাই করতে পারেনননি!
দেখলেন সেই রাতের মহান ব্যক্তি খলিফার
আসনে অসীন আর সেই আসনটি
ধুলোবালির উপর বিছানো সামান্য একটি চাটাই
মাত্র!! মহিলাটি ভয়ে বারবার ক্ষমা চাইছিলেন!
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাটিকে আশ্চর্য
করে দিয়ে বললেন "হে মা, আজ আমি
তোমার অপরাধী! তুমি আমাকে যে শাস্থি
দিবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু কাল
হাশরে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে
অভিযোগ করোনা"! মহিলাটি বললেন, "হে
মহান খলিফা আমি আপনাকে চিনতে পারিনি তাই এমন
অভিযোগ করেছি! আল্লাহর দরবারে ভিক্ষা চাই
আপনার মতো খলিফা যেন আমাদের জন্য
আশীর্বাদ হয়ে বেচে থাকেন"।

No comments:

Post a Comment