ইসলামিক বিষয়ের এক বিশাল সমাহার

কিতাবসমূহ

Wednesday, June 19, 2019

.লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ পড়বেন।

♦1- যে পুরুষ দাড়ি রাখে না। এবং সুন্নত মোতাবেক চলে না।
.
♦2- যে পুরুষ টাকনুর নিচে কাপড়। এবং মেয়েদের মত হাতে, কানে অলংকার ব্যবহার করে।
হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত হয়েছে যে, হুযুর পাক (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকারবশত পায়ের গিরার নিচে লুংঙি বা পায়জামা ঝুলিয়ে দেয়, রোজ কিয়ামতে আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না।
_____(বুখারি, মুসলিম, মিশকাত:৩৭৩)
.
♦3- যে পুরুষ বাজে নেশা করে।

অর্থাৎ মদ, সিগেরেট ইত্যাদি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত।
রাসুল (সা:) বলেছেন ----- আমার প্রভু তাঁর মহা ক্ষমতার শপথ করে বলেছেন, আমার যে কোন বান্দা এক ঢোক মদ পান করবে, আমি নিশ্চয় তাকে অনুরূপ পঁচা পুজ খাওয়াবো।
______(মিশকাতঃ ৩১৮)
♦4 - যে পুরুষ নিজে পর্দা করে না এবং তার স্ত্রীকেও পর্দায় রাখতে চায় না।
হুজুর পাক (সাঃ) বলেন তিন প্রকার লোকের জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। যথাঃ দৈনন্দিন মদ পানকারী, পিতামাতার অবাধ্যতা এবং দাইয়ূস অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয়।
অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না। বাধা দান তো দুরে থাক উপরন্ত আশ্রয় প্রশ্রয় দেয়।
.
♦5 - অসৎ উপায়ে উপার্জন করে।
রাসুল (সাঃ) বলেন, ফরযসমুহ আদায়ের পরে হালাল উপার্জন করা ফরয।
#আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম জীবনসংগী দান করেন #আমিন।
প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোন
না কোন মানুষ।

◆আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে
নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি।

◆আমাদের সামনের লাইন কতটা লম্বা,
সামনের সারিতে কতজন অপেক্ষামান,সেটাও
আমাদের জানা নেই।

◆ইচ্ছা করলেই আমরা কেউ লাইনের পিছনে
গিয়ে দাঁড়াতে পারবো না।
◆লাইন ভেঙে পালাতেও পারবো না,তাই
যতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি,আমি যেন
ঘুষ-দূর্নীতির টাকায় কেনা হারাম বাড়ির বিছানায় ঘুমন্ত অবস্থায় মারা না যাই।
◆বন্ধু বান্ধবীর সাথে খারাপ চ্যাটিং করা
অবস্থায় মারা না যাই।
◆গভীর রাতে ইন্টারনেটে বাজে ভিডিও দেখা
অবস্থায় মারা না যাই।

◆জুলুম হত্যা নির্যাতন লুণ্ঠন মানুষের হক নষ্ট
করা অবস্থায় মারা না যাই।

◆মানুষের ঘৃণা লাঞ্ছনা অভিশাপরত অবস্থায়
মারা না যাই।

◆পরকালের প্রস্তুতিবিহীন অবস্থায় মারা না
যাই।

◆ঈমানহারা তওবাবিহীন অবস্থায় মারা না
যাই।

**◆সন্ধ্যার নিঃশেষিত আলো মনে আশা জাগায়
যে,কাল আবারও একটা নতুন দিন আসবে,
রাতের শেষে ভোর হবে,নতুন সূর্য উঠবে,
আবার সেই সূর্যটা দেখার ভাগ্য হয়না সবার।

◆দুনিয়াতে আসার সিরিয়াল আছে,কিন্তু
যাওয়ার কোনো সিরিয়াল নেই।
◆মৃত্যু মানে জীবনের শেষ নয়,মৃত্যু মানে
অন্তহীন জীবনের শুরু।

"মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি
এবং মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে
নেব এবং এই মাটি থেকেই পুনরায়
তোমাদেরকে বের করে আনব।"

হয়তোঃ-3 দিন পর নখ পড়া শুরু করবে।
4 দিন পর চুল পড়ে যাবে।
5 দিন পর মস্তিষ্ক গলে যাবে।
6 দিন পরে পেট গলে যাবে।
60 দিন পরে মাংস হাড্ডি থেকে আলাদা হয়ে
যাবে।এগুলো মৃত্যুর পরের পরিনতি।

তাহলে কি দরকার এতো অহংকারের এতো
রাগের এতো ঠকানোর।

No comments:

Post a Comment